প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
অনলাইন ডেস্ক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই প্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরির পদে ৯ম থেকে ২০তম গ্রেডে ৪২ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন গ্রেড: ৯
২. পদের নাম: উপসহকারী পরিচালক
পদসংখ্যা: ৭
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন গ্রেড: ১০
৩. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন গ্রেড: ১১
৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১৯
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন গ্রেড: ১৩
৫. পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বেতন গ্রেড: ১৩
৬. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বেতন গ্রেড: ১৩
৭. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৪
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে উপযুক্ত জ্ঞান এবং গাড়ির ত্রুটি নিরূপণ, মেরামত ও পুনঃস্থাপন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন গ্রেড: ১৬
৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন গ্রেড: ২০
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ১, ২ ও ৬ নম্বর পদে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদে জামালপুর, কুমিল্লা, নাটোর, দিনাজপুর ও নড়াইল জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদে গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, কুমিল্লা, লক্ষ্মীপুর, পাবনা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৫ নম্বর পদে মানিকগঞ্জ জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৭ নম্বর পদে মানিকগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৮ নম্বর পদে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, নোয়াখালী, পঞ্চগড়, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১২ অক্টোবর ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (http://wewb.teletalk.com.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। কেবল একটি পদে আবেদন করা যাবে। একাধিক পদে আবেদন করলে বাতিল বলে গণ্য হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে জানা যাবে।
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা alljobs.query@teletalk.com.bd অথবা info@wewb.gov.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।