এইচএসসিতে আইসিটির প্রশ্নপত্র ও নম্বর বণ্টন

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৯ AM, ০৯ অগাস্ট ২০২৩

এডুকেশনটুডে রিপোর্টার: এবছর পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে গত তিন বছর সংক্ষিপ্ত সিলেবাস ও কম নম্বরে পরীক্ষা নেওয়া হয়। এবারও শিক্ষার্থীরা মাত্র ১৫ মাস ক্লাস করলেও পূর্ণ নম্বরে তাদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যেই শিক্ষার্থীরা পরীক্ষা পেছানো ও আইসিটি বিষয় বাদ দেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে নেমেছে। এমন পরিস্থিতিতে সব বিষয়ে পূর্ণ নম্বরের পরীক্ষা হলেও আইসিটিতে ৭৫ নম্বরের পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নম্বর কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের আইসিটি ভয় দূর করতে প্রশ্নে অপশন বেশি রাখা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

আপনার মতামত লিখুন :