স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি, থাকছে ২৮ লাখ টাকা
এডুকেশনটুডে রিপোর্ট: উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে পছন্দের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং তিন বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ‘অস্ট্রেলিয়ান গভমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (এজিআরটিপি)’ এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। কিউএস র্যাংকিং অনুযায়ী এটি অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধাসমূহঃ
* বার্ষিক উপবৃত্তি হিসেবে প্রতি বছর ৩৬ হাজার ৬৫২ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৮ লক্ষ ৬১ হাজার ৬৭৮ টাকা।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* স্বাস্থ্যবীমা ভাতা প্রদান করা হবে।
* ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
* প্রোগ্রাম চলাকালীন গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করা হবে।
* আবাসন ব্যবস্থা।
আবেদনের যোগ্যতা
* স্নাতকোত্তরের জন্য অস্ট্রেলিয়ার সমমানের একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।
আবেদন করতে যা যা প্রয়োজন
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* একাডেমিক পেপারস।
* মোটিভেশন লেটার।
* রিসার্চ প্রপোজাল।
* রেফারেন্স লেটার।
* আবেদনকারীর সিভি।
* আইইএলটিএস একাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন