শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ছুটি দুই দিন, বাকি পাঁচ দিনের রুটিন প্রকাশ

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪০ AM, ০৫ সেপ্টেম্বর ২০২২

এডুকেশনটুডে ডেস্ক:

∎ ষষ্ঠ থেকে দশম শ্রেণি

রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৭টি করে সপ্তাহে মোট ৩৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে;

এক শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ৩০ মিনিটসহ মোট ৬ ঘণ্টা ১০ মিনিট হবে;

দুই শিফট বিশিষ্ট প্রতিষ্ঠানে প্রতি শিফটে শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি দৈনিক সমাবেশ ১৫ মিনিট, বিরতি ২০ মিনিটসহ মোট ৫ ঘণ্টা ০৫ মিনিট হবে;

প্রথম শিফট সকাল ৭টায় শুরু হয়ে ১২.০৫ মিনিটে শেষ হবে। দ্বিতীয় শিফট ১২.২০ মিনিটে শুরু হয়ে ৫.২৫ মিনিটে শেষ হবে।

∎ একাদশ ও দ্বাদশ শ্রেণি

প্রতিটি শ্রেণি কার্যক্রমের ব্যাপ্তি হবে ৫০ মিনিট।

বাংলা, ইংরেজি এবং শাখাভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ের জন্য সপ্তাহে প্রতি বিষয়ে ৫টি এবং তথ্য ও যোগোযোগ প্রযুক্তি বিষয়ের জন্য ৩টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।

অর্থাৎ সপ্তাহে মোট ২৮টি (২৫‍+৩) শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

ঐচ্ছিক বিষয়ের জন্য ৫টি শ্রেণি কার্যক্রম (পিরিয়ড) পরিচালিত হবে।

এক্ষেত্রে ঐচ্ছিক বিষয় আছে এমন শিক্ষার্থী সপ্তাহে ৩৩টি শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবে।

আপনার মতামত লিখুন :