দুই বছর পর মুনমুন

মেয়ের প্রথম বাংলাদেশ সফরে দারুণ খুশি মুনমুন

Mst MantashaMst Mantasha
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৯ AM, ১১ নভেম্বর ২০২১

এক সময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন কয়েক বছর আগে কানাডায় পাড়ি জমান। সেখানে স্থায়ীভাবে থাকা এবং একটি পরিবার আছে. সেখানে যাওয়ার পর তিনি এক কন্যা সন্তানের মা হন। সম্প্রতি দেশে ফিরছেন তিনি।

মেয়ের প্রথম বাংলাদেশ সফরে দারুণ খুশি মুনমুন। খুব অল্প সময়ের মধ্যে, সে তার দাদী, দাদা-দাদী, খালা এবং চাচাদের সাথে পুনরায় মিলিত হতে সক্ষম হয়েছে।
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর একটি বিশেষ পর্বে আমন্ত্রিত হয়ে মুনমুন বলেছেন তার জীবনের অনেক অজানা গল্প। প্রায় দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছেন বলে জানান তিনি। জীবনের সব ক্ষেত্রে স্বামী তৌফিক হোসেনের অবদানের কথা স্বীকার করতে ভোলেননি মুনমুন। আগামী মাসের শেষ সপ্তাহ পর্যন্ত দেশে থাকবে মুনমুন। এ সময়ে ভালো কোনো অনুষ্ঠানে উপস্থাপনার কাজ পেলে তা করার পরিকল্পনা রয়েছে তার। কয়েক বছর পর স্থায়ীভাবে বাংলাদেশে ফিরবেন বলে আশাবাদী মুনমুন। এদিকে এখনো পড়াশোনা করছেন শোবিজ তারকা। তিনি বিদেশে সৃজনশীল শিল্পে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি ভবিষ্যতে বাংলাদেশে কিছু করতে চান। মা হওয়ার আগে তিনি কানাডার একটি স্থানীয় বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন। তিনি আবার কানাডায় ফিরে কাজ করতে চান।

রুম্মান রশিদ খান ও লাবণ্য প্রযোজিত এবং জোবায়ের ইকবাল প্রযোজিত ‘রাঙা সকাল’-এর পর্বটি মাছরাঙা টেলিভিশনে ১৫ নভেম্বর সকাল ৮টায় প্রচার হবে।

আপনার মতামত লিখুন :